লন্ডনে কিডনি ফাউন্ডেশন সিলেটের (ইউকে চ্যাপ্টার) কমিউনিটি এনগেজমেন্ট ইভেন্ট অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ১১:০১:৪৮ অপরাহ্ন
কিডনি ফাউন্ডেশন সিলেট (ইউকে চ্যাপ্টার)-এর আয়োজনে লন্ডনের দ্য রয়্যাল ফাউন্ডেশন অব সেন্ট ক্যাথারিন, কুইন এলিজাবেথ কনফারেন্স রুমে এক গুরুত্বপূর্ণ কমিউনিটি এনগেজমেন্ট ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- রয়্যাল লন্ডন হাসপাতাল / বার্টস হেলথ এনএইচএস ট্রাস্ট এবং উইলিয়াম হার্ভি রিসার্চ ইনস্টিটিউটের কনসালট্যান্ট ও একাডেমিক ডিরেক্টর প্রফেসর মাগদি ইয়াকুব।
এসময় তিনি বলেন, “কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগ বাংলাদেশে কিডনি চিকিৎসা ও গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রবাসী বাংলাদেশিদের এই সহযোগিতা বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিডনি ফাউন্ডেশন সিলেটের চিফ এক্সিকিউটিভ এবং হস্পিটাল এর সেক্রেটারি কর্নেল মোহাম্মদ আব্দুস সালাম (অব.) বিপি। তিনি বলেন, “কিডনি ফাউন্ডেশন সিলেট শুধু একটি হাসপাতাল নয়, এটি একটি মানবিক আন্দোলন। আমরা চিকিৎসার পাশাপাশি জনগণের মধ্যে কিডনি রোগ প্রতিরোধে সচেতনতা তৈরিতে কাজ করছি। ইউকে চ্যাপ্টারের সদস্যরা প্রবাসে থেকেও বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে এই মহৎ উদ্যোগকে এগিয়ে নিচ্ছেন।”
অনুষ্ঠানের সভাপতি ছিলেন কিডনি ফাউন্ডেশন সিলেট (ইউকে চ্যাপ্টার) এর এমবিই মাহমুদ হাসান। তিনি বলেন, “এই আয়োজনের উদ্দেশ্য প্রবাসী কমিউনিটির অংশগ্রহণ বাড়ানো এবং বাংলাদেশের স্বাস্থ্যখাতে কার্যকর অবদান রাখা। আমরা সবাই মিলে কিডনি চিকিৎসা সেবা ও সচেতনতা কার্যক্রমকে আরও বিস্তৃত করতে চাই।”
ইভেন্টে বক্তারা মাত্র £১০ দানে ফ্রি চিকিৎসা সহায়তা কর্মসূচির ঘোষণা দেন, যার মাধ্যমে কিডনি রোগীরা বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবে।
অনুষ্ঠানে ইউকে প্রবাসী চিকিৎসক, সমাজসেবী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




