সিলেটে মণিপুরী সম্প্রদায়ের ব্যতিক্রমী দীপাবলি উৎসব পালন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ৮:০৩:১৩ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ সিলেটের সাগরদিঘীরপাড় মণিপুরী শ্মশানঘাটে প্রথমবারের মতো দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার(২০ অক্টোবর)। সন্ধ্যায় শ্মশানঘাটের চারপাশে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এ সময় ৪২ জন প্রয়াত মণিপুরী ব্যক্তির ছবির সামনে প্রদীপ প্রজ্জ্বলন করে তাদের স্মরণ করা হয়।
সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন,দীপাবলীর দিন প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে সকল অশুভ শক্তি ও বিপদ-আপদ দূরে থাকে।
সোমবার মধ্য রাতে এই শ্মশানঘাটেই স্থায়ী মন্দিরে অনুষ্ঠিত হয় কালীপূজা। সারাদিন উপোস থেকে ভক্তবৃন্দ দেবীর পায়ে অঞ্জলী প্রদান করবেন ও সকলের জন্য মঙ্গল প্রার্থনা করবেন।
এই দীপাবলী উৎসবে মণিপুরী সম্প্রদায়ের মানুষজন, সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।ভবিষ্যতে এই আয়োজন আরো বৃহৎ আকারে করা হবে বলে জানান আয়োজকরা।




