কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে সরকারি কর্ম কমিশনের সচিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ৯:৩৮:২৯ অপরাহ্ন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব মো. আব্দুর রহমান তারাফদার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট পরিদর্শন করেছেন। মঙ্গলবার তিনি হাসপাতাল পরিদর্শন করতে আসেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের ডায়ালাইসিস ইউনিট ও ইনডোর ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসা ও সেবার মান পর্যবেক্ষণ করেন। তিনি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের নিবেদিতপ্রাণ সেবার প্রশংসা করেন এবং কিডনি রোগীদের জন্য সুলভ মূল্যে মানসম্পন্ন চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানান।
মো. আব্দুর রহমান তারাফদার কিডনি ফাউন্ডেশনের সমাজসেবামূলক ভূমিকা ও সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবা উন্নয়নে অবদানের প্রশংসা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর আগমন ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।




