কবি নূর-ই-সাত্তার স্মরণে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ৯:৪৯:৪২ অপরাহ্ন
জগন্নাথপুরের কুবাজপুরের কৃতি সন্তান, ষাটের দশকের শক্তিমান কবি সদ্য প্রয়াত কবি নূর-ই-সাত্তার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত সোমবার লন্ডনের স্টার্টফুড এলাকার পাম্পট্টীতে অনুষ্ঠিত হয়েছে। লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেছেন,কবি নূর ই সাত্তার ছিলেন একজন আলোকিত ব্যক্তিত্ব। গ্রামে বসবাস করেও তিনি কবিতায় সরব ছিলেন। তার ক্ষুরধার লেখনিতে সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরার পাশাপাশি মানবতার জায়গানও লিখে গেছেন। তার সাহিত্যকর্ম তাকে বাচিয়ে রাখবে। বক্তারা কবি নূর ই সাত্তারের রুহের মাগফেরাত কামনা করেন।
এতে বিশিষ্ট আলেম মুফতি মাওলানা মওছুফ আহমদ, জানু মিয়া, জাহান আহমদ ,দুলু মিয়া,আহমদ কাওসার, ফরাছ মিয়া, মাফুস আহমদ, বজলু মিয়া, মিজান চৌধুরী , হারুন মিয়া, ইকবাল হোসাইন, কাজল মিয়া, শাহিন আহমদ প্রমুখরা কবি নূর ই সাত্তারকে নিয়ে স্মৃতিচারণমুলক বক্তব্য দেন।
পরে সদ্য প্রয়াত কবি নূর ই সাত্তারের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এতে লন্ডনে বসবাসরত কুবাজপুরের প্রবাসী ব্যবসায়ী, উদ্যোক্তাসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য পঁচাশি বছর বয়সী কবি নূর ই সাত্তার গত ১৫ অক্টোবর বুধবার মৃত্যু বরন করেন।বিজ্ঞপ্তি।




