রাগীব-রাবেয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
কোরআনের পথ অনুসরণেই ইহপরকালীন শান্তি : দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৩:৫৬:২৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : রাগীব-রাবেয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গতকাল বুধবার বিকেলে রাগীবনগরস্থ মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমহাদেশের প্রখ্যাত দানশীল ব্যক্তিত্ব, বরেণ্য চা শিল্প উদ্যোক্তা, প্রবাসে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দানবীর ড. রাগীব আলী বলেন, কোরআনের পাখিদের নিয়ে এ আয়োজন মহৎ উদ্যোগ। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিন পবিত্র কোরআনের হাফেজ হয়ে দ্বীনের খেদমত করবেন।
মানবসেবায় নিবেদিত প্রতিষ্ঠান রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী আরো বলেন, কোরআনের খেদমত হচ্ছে- পৃথিবীর শ্রেষ্ঠ খেদমত। এই খেদমতে শরীক হতেই রাগীব-রাবেয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। মহাগ্রন্থ আল কোরআনের পথ অনুসরণ করেই ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি পাওয়া সম্ভব বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের প্রথম বেসরকারি বিশ^বিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, যারা ভালো কাজ করে আল্লাহ তাদের সহায় হবেন। দানবীর ড. রাগীব আলী সকল ভালো কাজের সাথে সম্পৃক্ত। তিনি শুধু জাগতিক শিক্ষাকে প্রাধান্য দেন নি। ধর্মীয় শিক্ষাকেও অগ্রাধিকার দিয়ে বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আব্দুল হান্নান, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ মফিজুল ইসলাম, লিডিং ইউনিভার্সিটির পরিচালক (অর্থ ও হিসাব) মো. কবির আহমদ প্রমুখ। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির সেকশন অফিসার জসিম আল ফাহিম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাগীব-রাবেয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার মুহতামিম ও লিডিং ইউনিভার্সিটি মসজিদের ইমাম হাফিজ আব্দুল কাদির।
প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী ক, খ, গ এবং ঘ গ্রুপের চারজন বিজয়ীর হাতে পুরস্কার ও আর্থিক অনুদান তুলে দেন। পরে হাফিজ আব্দুল কাদিরের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




