সিলেটে গাঁজা ও চোলাই মদসহ ২ নারী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ৫:৫৫:৩৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে গাঁজা ও চোলাই মদসহ ২ নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- তারাপুর চা বাগানের বাধামুড়ার মৃত নরেন্দ্র দাসের স্ত্রী শিল্পী চাষা (২১) ও নিতাই চাষ্যর স্ত্রী পিংকি চাষা (৩০)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগানস্থ গোয়াবাড়ী নিতাই চাষার টিনসেড পাকা বিল্ডিংয়ের ভিতরে অভিযান পরিচালনা করে ৯৫০ গ্রাম গাঁজা ও ৩৮ লিটার চোলাই মদ ও মাদক বিক্রয়লব্দ নগদ ৫ হাজার ২৪০ টাকাসহ ২ নারীকে আটক করা হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।




