কদমতলীর আজাদ শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৫, ৬:১৭:৩৯ অপরাহ্ন
সিলেটের কদমতলীর ঐতিহ্যবাহী আজাদ শপিং কমপ্লেক্স’র ব্যবসায়ী সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সমিতির কার্যালয়ে এক সাধারণ সভায় পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এতে দোবাই ট্যুরস্ অ্যান্ড ট্রাভেলস লিমিটেড এর পরিচালক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. আহসান হাবীবকে আহবায়ক ও নকশি ফ্যাশনের সত্বাধীকারী মো. কয়েছ আহমদে সদস্য সচিব করা হয়।
কমিটির অন্যরা হলেন, সদস্য প্রো ডেন্টাল কেয়ারের সত্বাধীকারী ডা. এনামুল হক, আলম ফেব্রিক্স এর সত্বাধীকারী মাহবুবুল আলম মস্তফা, বাটা সু-ষ্টোর এর পরিবেশক ইমরুল আহমদ। -বিজ্ঞপ্তি।




