১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন
মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশন এর পুনর্মিলনীর রেজিস্ট্রেশন শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৫, ১০:২৫:১৮ অপরাহ্ন
মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশন এর পুনর্মিলনী উদযাপন উপলক্ষে কলেজের গণিত বিভাগের ২০৬ নং কক্ষে এক সভা (চতুর্দশ সভা) অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এর প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক ও এসোসিয়েশনের আহবায়ক প্রফেসর অরুন চন্দ্র পাল। সভা সঞ্চালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক এবং অ্যালামনাই আহবায়ক কমিটির সদস্য সচিব দিলীপ চন্দ্র রায়। সভায় ১১ সদস্যবিশিষ্ট গণিত অ্যালামনাই এসোসিয়েশন পুনর্মিলনী উদযাপন কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয় চলতি বছরের আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার শহরতলীর এয়ারপোর্ট সংলগ্ন এডভেঞ্চার ওয়ার্ল্ড পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে ৩০ নভেম্বরের মধ্যে সবাইকে অ্যালামনাই সদস্য ফরম পূরণ করতে হবে।
সভায় প্রফেসর অরুণ চন্দ্র পালকে আহ্বায়ক এবং মোহাম্মদ সাহিদুল হক সোহেলকে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট পূনর্মিলনী উদযাপন কমিটি গঠন। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো. বিলাল আহমদ, আব্দুল মালিক রাজু, আবুল খায়ের, দিলীপ চন্দ্র রায়, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আ ফ ম সিরাজুল ইসলাম শামীম, তামিমা আহমেদ তানিয়া, দীপংকর দেব, সাদেক আহমেদ সুহেল, ফয়সাল মাহমুদ সাকিব খান, মো. ফয়সল আহমেদ, রুহুল আমিন, আব্দুর রহিম। এছাড়া সভায় পুনর্মিলনী সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।
এদিকে অ্যালামনাই সদস্যদের পূনর্মিলনী রেজিষ্ট্রেশন ফি জনপ্রতি ২৫০০ টাকা, যারা এখনও সদস্য নয় তাদের ক্ষেত্রে সদস্য ফি সহ পূনর্মিলনী রেজিষ্ট্রেশন ফি ৩৫০০ টাকা, পরিবারের প্রতি সদস্য/ড্রাইভার- ৭০০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ৫ বছরের অনুর্ধ্ব বাচ্চাদের রেজিষ্ট্রেশন ফ্রি থাকবে বলে উল্লেখ করা হয়। এছাড়া কমিটির পরবর্তী সভা আগামী ৮ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় নগরীর জিন্দাবাজারস্থ ভোজন বাড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিস্ট সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।




