হবিগঞ্জ সমিতি সিলেটে’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মন ও মননের বিকাশে খেলাধুলা কিংবা বিনোদন সবচেয়ে গুরুত্বপূর্ণ —–মেয়র আরিফুল হক চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ৭:১৭:২১ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মন ও মননের বিকাশে খেলাধুলা কিংবা বিনোদন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
গতকাল শনিবার নগরীর মেন্দিবাগস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সিলেট নগরীতে বসবাসরতদের সংগঠন হবিগঞ্জ সমিতি, সিলেট আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, বৃহত্তর সিলেটের সামাজিক সংগঠন হিসেবে অগ্রণী ভূমিকা পালন করছে হবিগঞ্জ সমিতি সিলেট, যা অত্যন্ত প্রশংসনীয়। দেশের স্বনামধন্য জেলা হবিগঞ্জ প্রাকৃতিক সম্পদে ভরপুর ও সমৃদ্ধিশালী অঞ্চল হিসেবেও তিনি উল্লেখ করেন।
হবিগঞ্জ সমিতি সিলেট এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবু তাহের চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাহমুদুল আলম মারুফের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জহিরুল ইসলাম, প্রফেসর ড. মো. সাহাব উদ্দিন, এসএমপি (ট্রাফিক)’র ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী, সমিতির সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, প্রফেসর ডা. এসএম হাবিবউল্লা সেলিম, গাজী আব্দুল মমশাদ, শহিদুল ইসলাম শামীম, আবু মোহাম্মদ আব্দুল হান্নান।
করোনার কারণে দু’বছর থেমে থাকার পর এবার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ১ম পর্বের অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
দুপুর পর্যন্ত চলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সমিতির সন্তানরা ৩০টি বিভিন্ন ইভেন্টে অংশ নেন। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।- বিজ্ঞপ্তি