অঙ্গসংগঠন নেতৃবৃন্দের সাথে মহানগর বিএনপির মতবিনিময়
‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সকলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৩, ৪:৪০:২৫ অপরাহ্ন
সিলেট মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মহানগর বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহানগরের নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা স¤্রাট হোসেন, মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, সাধারণ সম্পাদিকা ফাতেমা জামান রোজী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফছর খান, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল আহাদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর হকার্স দলের সভাপতি নুরুল ইসলাম, মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন ও হাবিবুর রহমান, মহানগর তাঁতীদলের সাধারণ সম্পাদক ফয়েজ উল কয়েস প্রমুখ।
সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে সিলেট মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেট মহানগরকে জাতীয়তাবাদী শক্তির দুর্জয় ঘাঁটিতে পরিণত করতে হবে। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকদের দমিয়ে রাখা যাবে না। তৃণমূল নেতাকর্মী যে আস্থা ও প্রত্যাশা নিয়ে কাউন্সিলের মাধ্যমে আমাদেরকে নেতৃত্বে বসিয়েছে; আমরা সেই প্রত্যাশা পূরণে অঙ্গীকারাবদ্ধ।’-বিজ্ঞপ্তি