সিলেট সদর ও ফেঞ্চুগঞ্জের ৮ ইউপিতে নির্বাচন আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৪:০১:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:
সিলেট সদরের ৩টি ও ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়ন পরিষদে আজ বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। গতকাল বুধবার কেন্দ্রে পৌঁছেছে ইভিএম। এতে ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়নে ৮১ হাজার ৮শ’ ৩৩ জন ভোটার ও সিলেট সদরের তিনটি ইউনিয়নে ৮৪ হাজার ৮শ’ ৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দুই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ১৪৭ জনসহ সর্বমোট ১৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, মামলা সংক্রান্ত জটিলতায় সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের একটি ওয়ার্ডে শুধু মেম্বার পদে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। অবশ্য চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে সব রকমের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার বেলা ২টা থেকে কেন্দ্রে পাঠানো শুরু হয় নির্বাচনী সরঞ্জাম। প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করে নিয়ে যান।
সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য ৩৯ জন ও সাধারণ সদস্য পদে ১৪৭ জনসহ সর্বমোট ১৯৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মো. দিলোয়ার হোসেন (চশমা), বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইকলাল আহমদ (নৌকা) প্রতীক নিয়ে লড়ছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৭শ’ ৭২ জন। ভোটকেন্দ্র ৯টি।
৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. নজরুল ইসলাম বিলাল (নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল কাদির (মোটরসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম (হাতপাখা), জাতীয় পার্টি- জেপি মনোনীত প্রার্থী ইফতেখার আহমদ লিমন (বাইসাইকেলে), স্বতন্ত্র পদপ্রার্থী বদরুল ইসলাম আজাদ (ঘোড়া), স্বতন্ত্র পদপ্রার্থী মো. ছইদুর রহমান এনাম (আনারস), স্বতন্ত্র পদপ্রার্থী মোহাম্মদ আবু সাইদ (অটোরিকশা) ও স্বতন্ত্র পদপ্রার্থী মো. মহিব উদ্দিন (চশমা) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এই ইউনিয়নে ভোটার সংখ্যা ৩১ হাজার ২শ’ ৮০ জন। কেন্দ্র সংখ্যা ১১টি।
৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী মো. সফিকুর রহমান (আনারস), বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রাজু গোয়ালা (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী রফিক আহমদ (চশমা) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া, একইদিন টুকেরবাজার ইউনিয়নে সংরক্ষিত আসনের মহিলা ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী রয়েছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৮শ’ ৮৫ জন।
রিটার্নিং অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছানো হয়েছে। তিনি খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নির্বাচন মামলা সংক্রান্ত জটিলতার কারণে স্থগিত করা হয়েছে বলে জানান। নির্বাচনের প্রস্তুতি ভালো বলে জানান তিনি।
অপরদিকে, গত মঙ্গলবার ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণেরও সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৫টি ইউনিয়নে ২৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮৬ হাজার ৭ শত ৮০ জন ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৫ ইউনিয়নে ৪৫টি ভোটকেন্দ্রে ৪৫ জন প্রিজাইডিং অফিসার, ৫০৬ জন পোলিং অফিসার, এবং ২৫৩ জন সহকারী পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। সবকটি কেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হবে। উপজেলার ১নং সদর ইউনিয়ন, ২নং মাইজগাঁও ইউনিয়ন, ৩নং ঘিলাছড়া ইউনিয়ন, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন ও ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। তবে এই ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো.মুক্তার হোসেন ও মো.আব্দুল কাদিরের রিট পিটিশন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্ট।
নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন।