হবিগঞ্জে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার : ম্যানেজার আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৩, ৪:১৩:৫৮ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
হবিগঞ্জ শহরে একটি আবাসিক হোটেল থেকে ফরিদা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে শহরের সিনেমা হল রোডের রেজা হোটেল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
হোটেলের তথ্য অনুযায়ী, ফরিদা বেগম জেলার বাহুবল উপজেলার আলাপুর গ্রামের বাসিন্দা ও হোটেলটির ম্যানেজার আব্দাল মিয়ার স্ত্রী।পুলিশ জানায়, রাতে আব্দাল ওই নারীকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সদর মডেল থানা পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে আব্দালকে আটক করে থানায় নেওয়া হয়।বিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে থানায় নেওয়া হয়েছে। এ নিয়ে পুলিশের তদন্ত চলছে।