জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সভা
সুপ্রিমকোর্ট বারের পুনঃ নির্বাচন দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৩, ৪:১১:৪৬ অপরাহ্ন
গ্রহণযোগ্য ও সার্বজনীন কমিশন গঠনের মাধ্যমে সুপ্রিম কোর্ট বারের পুনঃ নির্বাচন, আইনজীবী ও সাংবাদিকদের ওপর বর্বরোচিত পুলিশী নির্যাতনের প্রতিবাদে এবং আইনজীবী নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়েরের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিট প্রতিবাদ সভা করেছে। গতকাল রোববার সিলেট জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এডভোকেট আশিক উদ্দিন আশুক, এডভোকেট ফজলুল হক সেলিম, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট জুবের আহমদ খান, এডভোকেট মো. এজাজ উদ্দিন, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট মো. তাজরীহান জামান, এডভোকেট আহমদ ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট জাফর ইকবাল তারেক, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট সাজেদুল ইসলাম সজীব, এডভোকেট মোবারক হোসেন রনি, এডভোকেট রব নেওয়াজ রানা, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, এডভোকেট রুহিনা বেগম, এডভোকেট সৈয়দ ইয়াসির আরাফাত, এডভোকেট মাহবুবুর রহমান, এডভোকেট জোহরা জেসমিন, এডভোকেট শোয়েব আহমদ, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরা, এডভোকেট মন্জুর এলাহি সামি, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট মহসিন আহমদ চৌধুরী, এডভোকেট মুহিবুর রহমান, এডভোকেট নিজাম উদ্দিন, এডভোকেট তানভীর আখতার খান প্রমুখ।-বিজ্ঞপ্তি