জকিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে প্রাণ গেলো স্কুল ছাত্রের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৩, ১২:০৮:৪৭ অপরাহ্ন
জকিগঞ্জ(সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ জকিগঞ্জের খলাছড়া গ্রামে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছে সোহেল আহমদ (১৬) নামের এক স্কুল ছাত্র। নিহত স্কুল ছাত্র খলাছড়া (ডিগ্রি) গ্রামের লুকু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলো।
স্থানীয়দের বরাতে জকিগঞ্জ থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে দক্ষিণ খলাছড়া গ্রামের আতাবুর রহমানের বাড়ির রাস্তা নিয়ে একই বাড়ির মৃত ইউসুফ আলীর ছেলে আব্দুল মালিক (৫৭), আব্দুল খালিক (৫২) গংদের সাথে আতাবুর রহমান গংদের মারামারি ঘটনা ঘটে। মারামারিতে সোহেল আহমদ (১৬), আব্দুল বাছিত (৩৫), রোহেল আহমদ (১৮), হালিমা বেগম (৩০), ইমরান আহমদ (১৮), আবুল কালাম (৪০), হোছন আহমদ (৪৫) গুরুতর আহত হন।
এ ঘটনায় রাতেই মৃত মনোহর আলীর ছেলে আতাবুর রহমান (৪৯) বাদী হয়ে ৮ জনের নামোল্লেখ ও অজ্ঞাত দু’জনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ অভিযান চালিয়ে মৃত ইউসুফ আলীর ছেলে আব্দুল খালিক (৫৫), আব্দুল মালিক (৫৭) ও আব্দুল মালিকের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২২) কে গ্রেফতার করে। গত বুধবার রাত ১০টার দিকে আহত সোহেল আহমদ চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি ক্লিনিকে মারা গেছে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, মারামারি ঘটনায় প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মারামারি মামলায় হত্যাকান্ডের ধারা সংযোজন করা হবে। ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।