২২নং ওয়ার্ডে মতবিনিময়ে মাসুক উদ্দিন আহমদ
দেশের প্রথম স্মার্ট নগরী হবে সিলেট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৩, ৪:২৫:২০ অপরাহ্ন
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা যা বলেন তা তিনি করে দেখান। ডিজিটাল বাংলাদেশ এক সময় স্বপ্ন ছিলো এখন বাস্তবে ডিজিটাল যুগে আমরা প্রবেশ করেছি। আগামী দিনে স্মার্ট বাংলাদেশের স্বপ্নও পূরণ হবে। সেই স্মার্ট বাংলাদেশের প্রথম স্মার্ট নগরী হিসেবে সিলেটকে গড়ে তুলতে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।’
তিনি গত শুক্রবার সন্ধ্যায় নগরীর ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি মাসুমের ও যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। যে যাই বলুক না কেন ২১ জুন ভোটের মাধ্যমে আওয়ামী লীগের জনপ্রিয়তা প্রমাণ হবে। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। ২১ জুন সিসিক নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয় উপহার দেবো। মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, অপরিকল্পিত উন্নয়নের কারণে আজ অল্প বৃষ্টিতেই সিলেটবাসীকে পানিতে হাবুডুবু খেতে হয়। মশার প্রজণন কেন্দ্রগুলো ধ্বংসের কোন কার্যকর উদ্যোগ না নেয়ায় নগরবাসীর যন্ত্রণার আরেক নাম মশা। নির্বাচিত হলে সিলেটকে একটা পরিকল্পিত নগরী হিসাবে গড়ে তুলবো। সকলের সহযোগিতা ও পরামর্শে শহর রক্ষাবাঁধ নির্মাণ করে বন্যার হাত থেকে নগরবাসীকে সুরক্ষা দেয়া হবে। একইভাবে নগরীর ছড়া খাল উদ্ধার করা এবং মশার প্রজণন কেন্দ্রগুলো স্থায়ীভাবে ধ্বংসের কার্যকর প্রদক্ষেপ নেয়া হবে। তিনি দলমত নির্বিশেষ সবাইকে জনগণের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তৎপরতা তুলে ধরার আহবান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, শিল্প ও বাণিজ্য সম্পাদক এডভোকেট ইসতিয়াক আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা হাজি মোঃ এনাম উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টু, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল হক, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রুহেল আহমদ রুহিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, দপ্তর সম্পাদক রুহুল আলম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য জাফরান জামিল, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি এনামুল হক লিলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাহিদ খান, সিলেট মহানগর যুবলীগ নেতা হুমায়ুন রশিদ সুমন, ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ফুয়াদ বকশী মামুন, জেলা ছাত্রলীগ নেতা কাজী জুবায়ের আহমদ। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ নাজিরা চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সদস্য রাহাত তরফদার, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সোয়েদ, সিপা বেগম সুপা, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আতাউর রহমান, মোঃ আব্দুস শুকুর বকুল, মোঃ জালাল উদ্দিন, এডভোকেট নাসির উদ্দিন, মোঃ রফিক আহমদ, মোঃ এস এম ফয়ছল সাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নুল হক, মোঃ জাহাঙ্গীর আলম লুলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মাহবুব আহমদ মুক্তা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মহসিন কবির দিদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর সিদ্দিক বাবলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সিরাজ খান,মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট মরিয়ম বেগম, যুব ও ক্রীড়া সম্পাদক রেজওয়ান আহমদ, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ করিম, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মিনহাজ চৌধুরী লিটন প্রমুখ। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দেলওয়ার হোসেন জাহাঙ্গীর। মতবিনিমিয় সভায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা-সেবকলীগসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি।