মহানগর জাসদের শোকসভা
সাইফুল ইসলামের শোককে শক্তিতে পরিণত করে সমাজ বদলের সংগ্রামকে শাণিত করতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৩, ৪:২৮:৫৮ অপরাহ্ন

ডাক ডেস্ক : সদ্য প্রয়াত জাসদ নেতা সাইফুল ইসলাম স্মরণে জাসদ সিলেট মহানগর শাখার উদ্যোগে গতকাল শনিবার বিকাল ৫ টায়, জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে এক শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় সামরিক-বেসামরিক স্বৈরশাসন ও সাম্প্রদায়িকতা-যুদ্ধাপরাধ-জঙ্গিবাদের বিরুদ্ধে আপসহীনভাবে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ ও পরিচালনায় তাঁর ভূমিকাকে শ্রদ্ধাভরে স্মরণ করে নেতৃবৃন্দ বলেন, জীবনের মধ্যভাগে মো. সাইফুল ইসলাম একজন নিষ্ঠাবান পেশাজীবী হিসেবে ভূমিকা পালন করলেও ছাত্রজীবন থেকে তিনি জাসদ ঘরানার একজন রাজনৈতিক অনুসারী, কর্মী, সংগঠক ও নেতা হিসেবে সবসময় এই দেশের সাধারণ মানুষের পাশে অবস্থান করেছেন। পেশাজীবন শেষ করে তিনি তাঁর ছাত্রজীবনের রাজনৈতিক অভিজ্ঞতা ও পরবর্তীকালের পেশাগত জীবনের অভিজ্ঞতাকে সম্বল করে আবারও জাসদ রাজনীতি সংগঠিত করতে সিলেট মহানগর জাসদের কার্যক্রম পরিচালনায় যুক্ত ছিলেন। আজীবন কোনো না কোনোভাবে জাসদ ঘরানার রাজনীতির প্রতি তাঁর এই নিষ্ঠা যে কোনো রাজনৈতিক নেতা-কর্মী-সংগঠক-সমর্থক-শুভানুধ্যায়ীর জন্য প্রেরণাদায়ী। মো. সাইফুল ইসলামের জীবন ও কাজের স্মৃতি অমলিন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে নেতৃবৃন্দ তাঁর শোককে জীবনের কর্মময়তা থেকে শক্তিতে পরিণত করে সমাজ বদলের সংগ্রামকে শাণিত করার আহবান জানান।
সভায় মো. সাইফুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
মহানগর জাসদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাসদ সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরী, মরহুমের ছোট ভাই মো: হেলাল উদ্দিন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: বদরুল হক, গণতন্ত্রী পার্টির সিলেট জেলা সভাপতি মো: আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি সিকান্দর আলী, ন্যাপ জেলা সভাপতি এম. এ. মতিন, জেলা বাসদ আহবায়ক আবু জাফর, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক সুশান্ত সিনহা, মদন মোহন কলেজের সাবেক ভিপি মো: শাহাব উদ্দিন, নাট্য পরিষদ এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, রবীন্দ্র সংগীত শিল্পী রানা কুমার সিনহা, জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেমস লি: এর কোম্পানি সচিব শহিদুল ইসলাম শামীম, আই.এফ.আই.সি ব্যাংকের সাবেক কর্মকর্তা আব্দুল কুদ্দুস, সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপক আক্তারুজ্জামান, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার পুলিন রায়, সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক এনামুল মনির, সিলেট ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা শামসুল বাসিত শেরো, মরহুমের প্রতিবেশী মোনায়েম খান, শাহজালাল (র:) ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাখাওয়াত হোসেন, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর সিবিএ সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, জেলা জাসদ নেতা মহিউদ্দিন, মাহতাব উদ্দিন, মহানগর জাসদ নেতা আমীরুল ইসলাম চৌধুরী, মাহমুদুল হক চৌধুরী ও সুনামগঞ্জ জেলা জাসদ নেতা শামীম আহমদ প্রমুখ।