কোম্পানীগঞ্জ সমিতির সাথে আনোয়ারুজ্জামান চৌধুরীর মতবিনিময়
নৌকায় ভোট দিয়ে সিলেটকে উন্নয়নের নগরীতে পরিণত করার সুযোগ দিন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৩, ৪:৩৪:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ ২১ জুন নৌকা মার্কায় ভোট দিয়ে সিলেটকে উন্নয়নের নগরীতে পরিণত করার সুযোগ দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
গতকাল শনিবার বিকেলে নগরীর দরগাগেইটস্থত শহীদ সোলেমান হলে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রফিকুল হক। সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য নুরুল আমিন, এমসি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক তোতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, জাতীয় ইমাম সমিতির সিলেট জেলার সভাপতি মাওলানা এহসান উদ্দিন । স্বাগত বক্তব্য রাখেন-সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নে বিপুল অর্থ দিয়েছেন। আমি বলবো না উন্নয়ন হয়নি, তবে কাঙ্খিত কোনো উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়েছে অপরিকল্পিত। সিলেট সিটির পরিকল্পিত নগরায়ন হয়নি, উন্নয়নে মানুষকে সম্পৃক্ত করা হয়নি, এমনকি মানুষকে অগ্রাধিকার দেওয়া হয়নি। নগরীতে শুধু অগোছালো কাজ হয়েছে, যার কারণে আজ শহরে অল্প বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। মানুষ চলাচলের অনুপযোগী হয়ে উঠে এই সিটি। ২১ জুনের নির্বাচন-আওয়ামী লীগ তথা সিলেটবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোম্পানীগঞ্জের প্রশংসা করে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, কোম্পানীগঞ্জ সিলেট সিটির খুবই নিকটবর্তী৷ কোম্পানীগঞ্জের মানুষজন সিলেটসহ সারাদেশে নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের সহযোগিতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে সিলেট সিটিকে গড়তে চাই।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট জেলা পরিষদের সদস্য তামান্না আক্তার হেনা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির মছব্বির, এডভোকেট হাবিবুর রহমান ভুট্রো, আবুল হাসনাত মোস্তাক, আবুল খায়ের মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাকির উদ্দিন, এডভোকেট শাহজাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, দপ্তর সম্পাদক এডভোকেট মকদ্দছ আলী, কোষাধ্যক্ষ আলীমুজ্জামান, ত্রাণ সম্পাদক শাহজাহান সাজু, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. ফখর উদ্দিন, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বাবু, সমাজ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, সহ-প্রচার সম্পাদক এডভোকেট জিয়াউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন জাহান ফাতেমা, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান জাকির, আপ্যায়ন সম্পাদক মসরুর আহমদ, কোম্পানীগঞ্জ যুবলীগের আহবায়ক আলাউদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, ইমরান আহমদ কারিগরি কলেজের প্রভাষক কামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাবেক সভাপতি রুপক চন্দ্র দাস, কোম্পানীগঞ্জ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলম, যুবলীগ নেতা সোহেল আহমদ, মেহেদী হাসান জামাল, কৃষক লীগ নেতা রুবেল আহমদ, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ, সাধারণ সম্পাদক মারজান উদ্দিন, প্রচার সম্পাদক লবীব আহমদ, ছাত্রলীগ নেতা মীর আল মমিন, ওমর আলী, আমীর দেওয়ান, শাহ আলম স্বাধীন, আপন তাহসান, তুহিন বক্স, সাংবাদিক আব্দুল হান্নান, ঈসা তালুকদার, নাঈম, কোছাকের সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব প্রমুখ।
হবিগঞ্জে চেয়ারম্যান গ্রেফতার