আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজ ও রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের র্যালি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৩, ৪:৪৫:১৩ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে গত শুক্রবার সকাল ১০ টায় বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজ ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি পাঠানটুলাস্থ কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ এর নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন, বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের অধ্যক্ষ ড. আয়েশা বেগম ও উপাধ্যক্ষ ড. নাদিরা বেগমসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেট্রন, সুপারভাইজার ও সিনিয়র স্টাফ নার্সগণ।