যে কোনো সেবা নিতে ৯৯৯-এ ফোন দেয়ার অনুরোধ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৩, ৪:৪৬:৪৭ অপরাহ্ন
ডাক ডেস্ক: ঘূর্ণিঝড় মোখা সংক্রান্ত সেবা নিতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ অনুরোধ জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ। মোখা সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের জন্য নিকটস্থ থানা অথবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।