মৌলভীবাজার সীমান্তে তিন রোহিঙ্গা আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৩, ৪:৫১:৪৯ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজার চাতলাপুর বর্ডার দিয়ে ভারতে পাচারকালে শ্যামেরকোনা বাজার থেকে ৩ রোহিঙ্গাকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছে। এদের মধ্যে একজন পুরুষ ও ২ জন মেয়ে রয়েছে। আটককৃত রোহিঙ্গারা হলো হাসিমা (১৮) পিতা : মৃত নূর আলম, সাজিদা (১৭) পিতা : সিরাজুল ইসলাম ও মুজিবুর রহমান (১৭) পিতা : আবুল হাসেম। তারা কক্সবাজার কুতুপালং ক্যাম্প হতে পালিয়ে এসেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় শ্যামেরকোনা বাজার এলাকা দিয়ে কুলাউড়া চাতলাপুর বর্ডারে যাওয়ার সময় স্থানীয় মানুষের সন্দেহ হলে তাদেরকে আটক করে ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেনকে খবর দেয়া হয়। চেয়ারম্যান এসে তাদেরকে নিজ জিম্মায় নিয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশের নিকট হস্তান্তর করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মশিউর রহমান জানান, ধৃত রোহিঙ্গাদেরকে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। প্রাথমিক তদন্তে তাদের একজনের কাছে ক্যাম্পের ভ্যাকসিনের টিকা সনদ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ পাহারায় তাদের কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প হস্তান্তর করা হবে।