সিলেট বোর্ডে আজকের এসএসসি পরীক্ষা স্থগিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৩, ৫:১৭:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে সিলেটে আজ সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল এ তথ্য জানিয়েছেন। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেয়া হবে। ১৬ মে মঙ্গলবার থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে বলেও জানান তিনি।
এদিকে, বোর্ড সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মোখা’র কারণে ৬টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকলেও গতকাল রোববার সিলেট শিক্ষাবোর্ডে যথারীতি এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত পদার্থ বিজ্ঞান (তত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ব্যাংকিং বিষয়ে পরীক্ষার্থী ছিল ৯৪ হাজার ৫৪৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৯৩ হাজার ৪৭২ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭১ জন। জেলাওয়ারি অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা সিলেট জেলায় ৩৭৩, হবিগঞ্জে ২৫২, মৌলভীবাজারে ২ এবং সুনামগঞ্জে ২৪২ জন।
প্রসঙ্গত, সারা দেশের ন্যায় গত ৩০ এপ্রিল থেকে সিলেটেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত যথা নিয়মে সিলেট শিক্ষা বোর্ডের অধীনস্থ ১৪৯টি কেন্দ্রের ৯৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে। এবার সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ১০ হাজার ৪০২ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছেলে ৪৫ হাজার ৫৯৮ জন এবং মেয়ে ৬৪ হাজার ৮০৪ জন। ১৪৯টি কেন্দ্রের মধ্যে জেলাওয়ারি কেন্দ্রসংখ্যা সিলেটে ৫৯, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ২৬ এবং সুনামগঞ্জে ৩৩টি।