দক্ষিণ সুরমায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৩, ৫:১৯:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকার সাত মাইল নামক স্থানে দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মো. জাহাঙ্গীর মিয়া (৪২) সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাগাইয়া হাওর গ্রামের মৃত আলতাফ আলীর ছেলে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)। তিনি জানান, লালাবাজার এলাকার সাত মাইলে জাহাঙ্গীর মিয়া তার মোটরসাইকেল (সিলেট মেট্রো-১১-২০৬০) নিয়ে বেপরোয়া গতিতে একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-২০-৯৩০৮) ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই পড়ে যান। এসময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, ট্রাক ও মোরসাইকেল জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ।