নৌকার পক্ষে ভোট প্রার্থনা
জাপা নেতা সাবেক এমপি ইয়াহইয়াকে কেন্দ্রের কারণ দর্শানোর নোটিশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৩, ৫:২১:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নিজ দলীয় প্রার্থী রেখে আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে কারণ দর্শানো নোটিশ পাঠিয়েছে জাতীয় পার্টি। গতকাল রোববার পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক (২) এমএ রাজ্জাক খান স্বাক্ষরিত এ নোটিশে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দফতরে লিখিতভাবে জানানোর জন্য ইয়াহইয়া চৌধুরীকে নির্দেশ প্রদান করা হয়।
এর আগে গত শুক্রবার রাতে সিলেট মহানগরের ১৮ নম্বর ওয়ার্ডের ঝেরঝেরিপাড়ায় আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী। বক্তব্যে নৌকা মার্কায় ভোট চান জাপার এই কেন্দ্রীয় নেতা।
বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ইয়াহইয়ার বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নিতে কেন্দ্রের কাছে নালিশ জানিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। এরই পরিপ্রেক্ষিতে রোববার ইয়াহইয়া চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিলো জাতীয় পার্টি।