মতবিনিময় সভায় ডা. অরূপ রতন চৌধুরী
মাদক চোরাচালান ও সেবন প্রতিরোধ করা না হলে নতুন প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৩, ৮:৪৯:৫১ অপরাহ্ন
মাদক দ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি, একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী সিলেট বারের আইনজীবীদের সাথে সাক্ষাৎ শেষে এক মতবিনিময় সভায় মিলিত হন।
গতকাল সোমবার সকালে আইনজীবী বার হলে গিয়ে আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। শেষে বার হলে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ, সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল, ফয়জুল হক সেলিম, মাহফুজুর রহমান, সিনিয়র সদস্য সামছুল ইসলাম, মোস্তফা শাহীন চৌধুরী, সালেহ আহমদ হীরা, সমিতির সহ-সভাপতি কামাল হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, সমাজ বিষয়ক সম্পাদক মতিউর রহমান, সাবেক সহ সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ, নজরুল ইসলাম, সহ-সম্পাদক নাদিম রহমান, এএইচ ওয়াসিম, দিদার আহমেদ, আবু তাহের, খোকন দত্ত, আবু তাহের, মোস্তফা দেলোয়ার আজহার, সাঈদ আহমদ, মোস্তাক আহমদ, তাজ রিহাব তাজ, জাহাঙ্গীর আলম, ফখরুল ইসলাম, প্রবাল চৌধুরী পূজন, নারগিস আক্তার, রোকেয়া বেগম গোলাম আজম, জাবেদুল হক জাবেদ, আব্দুস সামাদ প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় ডা. অরূপ রতন চৌধুরীর সাথে ছিলেন এডভোকেট কল্যাণ চৌধুরী, মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) বাংলাদেশ সিলেট জেলা শাখার প্রধান উপদেষ্টা গবেষক মুহিবুর রহমান কিরণ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মিহির মোহন, সিলেট মহানগর শাখার প্রচার সম্পাদক আজাদ আহমেদ, নব্বই দশকের তুখোড় ছাত্রনেতা মানস সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, খাজাঞ্চি ইউনিয়নের সাবেক মেম্বার সমর দাস প্রমুখ।
মতবিনিময় সভায় অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী বলেন, আমি একজন দন্ত চিকিৎসক হিসেবে সব সময় দেশের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। মাদক চোরাচালান ও সেবন প্রতিরোধ করা না হলে আমাদের নতুন প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। তাই মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করতে সামাজিক আন্দোলনের কোন বিকল্প নেই।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছেন। তিনি আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবীদেরকে সমাজ থেকে মাদক নির্মূলে এগিয়ে আসার আহবান জানান।
ড. অরূপ রতন চৌধুরী সিলেট জেলা আইনজীবী সমিতির লাইব্রেরিতে বেশ কিছু বই প্রদান করেন। সৌজন্য সাক্ষাৎকালে বিগত দিনে তার উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে ছাপানো লিফলেট আইনজীবীদের মধ্যে বিতরণ করেন।-বিজ্ঞপ্তি