কাজ শুরুর ৪ বছরেও আলোর মুখ দেখেনি দিরাই মডেল মসজিদ প্রকল্প
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৩, ৮:৫০:৪৮ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা : দিরাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পটি নানা অজুহাতে আটকে আছে। নির্মাণ কাজ শুরুর প্রায় ৪ বছর হয়ে গেলেও প্রকল্পটি এখনো আলোর মুখ দেখেনি। দিরাই উপজেলায় মডেল মসজিদ নির্মাণের শুরুতে ভূমি জটিলতার কারণে আটকে যায় প্রকল্পের নির্মাণ কাজ।
একারণে স্থানীয়রা পুরনো মসজিদ ভেঙে প্রয়োজনীয় আরও ভূমি অধিগ্রহণ করে দেন। নির্মাণ কাজের ৪ বছর হয়ে গেলেও কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ। নির্মাণাধীন মডেল মসজিদের কাজ দীর্ঘদিন বন্ধ হয়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। ২০১৯ সালের জুলাই মাসে শুরু হওয়া প্রকল্পের কাজ ১৮ মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ৪ বছরে কাজের অগ্রগতি বলতে শুরুতে যা ছিল তাই।
জানা যায়, সুনামগঞ্জ গণপূর্ত বিভাগ থেকে ২০১৯ সালের ১ জুলাই দিরাই পৌর সদরের বাগবাড়ি আবাসিক এলাকায় মডেল মসজিদ নির্মাণের কার্যাদেশ দেয়া হয়। ১১ কোটি ৯১ লাখ ৪৬ হাজার টাকা বরাদ্দের কাজটি পায় কবির সিন্ডিকেট নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ পাওয়ার পরপরই কাজ শুরু করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। ১৮ মাস মেয়াদি প্রকল্পের ৪ বছর হলেও কাজের কাজ তেমন কিছুই হয়নি।
বাগবাড়ি গ্রামের বাসিন্দা এসএম মহিবুর রহমান জানান, মসজিদ নির্মাণ প্রকল্পটিতে শুরুতে কিছু দিন ফাউন্ডেশনের কাজ চললেও নানা জটিলতায় অনেকদিন যাবৎ কাজ বন্ধ রয়েছে। বর্তমানে অস্থায়ী একটি ঘরে আমাদের নামাজ আদায় করতে হয়। ফলে আমাদের নামাজ আদায় করতে বেশ অসুবিধায় পড়তে হচ্ছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
বাগবাড়ি গ্রামের বাসিন্দা ও দিরাই পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আহমদ জানান, দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে আছে মডেল মসজিদ নির্মাণ কাজ। একারণে শুরুতে যে কাজ হয়েছে সেগুলিতে মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। প্রকল্পের কাজ চালু করতে আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে একাধিকবার যোগাযোগ করেও এর কোনো সুরাহা করতে পারিনি।
সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মুমিনুল হক জানান, পূর্বের ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাতিল করা হয়েছে। নতুন করে আবার দরপত্র আহ্বান করা হবে। অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই প্রকল্পের কাজ আবার শুরু হবে।