শান্তিগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৩, ৮:৫১:৪৮ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজারে অভিযান পরিচালনা করেছে সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে উপজেলার পাগলাবাজারে বিভিন্ন দোকান তদারকি করে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেন সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন।
তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। তদারকি কাজে সহায়তা করেন শান্তিগঞ্জ থানা পুলিশ।
সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, পাগলাবাজারে ভোক্তা অধিকার বিরোধী অপরাধে সাকিব এন্টারপ্রাইজ ৭ হাজার, মারজান স্টোর ১ হাজার ও ঝুমা স্টোরকে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।