সিলেটে ভোক্তা অধিদপ্তরের অভিযান
নকল বাওমা কয়েল বিক্রির অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৩, ৮:৫২:৫৫ অপরাহ্ন

ডাক ডেস্ক : নগরীর বিভিন্ন এলাকায় নকল বাওমা কয়েল বিক্রির অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। তাকে সহায়তা করে র্যাব-৯ সিলেটের একটি টিম।
জানা যায়, বাওমা কয়েলের ট্রেডমার্ক নকল করে ‘সম্রাট চায়না কয়েল’ ও ‘ড্রিম এঞ্জেল’ নাম দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিল। খবর পেয়ে অধিদপ্তরের টিম নগরীর আম্বরখানা এলাকার হাসান স্টোরকে ৩ হাজার টাকা, ইলেকট্রিক সাপ্লাই রোডের ফ্যামিলি বাজারকে আড়াই হাজার টাকা ও লালদিঘিরপাড় মেসার্স জহির স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করে। অভিযানে বিভিন্ন নামে প্রায় ২শ’ প্যাকেট নকল বাওমা কয়েল জব্দ করে ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, ‘আমরা ভোক্তাদের স্বার্থ ও অধিকার সংরক্ষণে বদ্ধপরিকর। যারা ভেজাল পণ্য দিয়ে ভোক্তাদের ঠকাচ্ছে তাদের ছাড় দেয়া হবে না।’
অভিযানের সময় ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।