মহিলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৩, ৮:৫৫:৪৪ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে জেলা মহিলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে রাজারগল্লিস্থ এডভোকেট সালমা সুলতানা এর বাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামানকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, সিনিয়র সহ-সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবা, বিলকিস নুর, মাধুরী গুণ, জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি, সাজেদা পারভীন, শামীমা আক্তার ঝিনু, খোদেজা ইসলাম চৌধুরী দিনা, কোহিনুর সুলতানা, রোকেয়া আক্তার চৌধুরী, রুনা আক্তার, রীনা রানী তালুকদার, জোৎ¯œা দাশ, ঝুমা রানী দাশ, বীনা সরকার, নাছিমা আক্তার কণা, হাছিনা বেগম, সাহিদা তালুকদার, কয়তুন্নেছা, অব্ধনা সরকার, হেনা রানী সরকার, মুক্তা পারভীন, শাহনাজ আক্তার রিনা, নমিতা রানী মোদক প্রমুখ।-বিজ্ঞপ্তি