হবিগঞ্জ হাসপাতালে ২ নারী ছিনতাইকারী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৩, ৯:০১:০৩ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে জনৈক নারীর স্বর্ণের চেইন ছিনতাইকালে ২ নারী ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেছে জনতা। পরে তাদেরকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
আটককৃত দুই নারী ছিনতাইকারী হলেন বি-বাড়িয়া জেলার নাছিরনগর থানার ধরমন্ডল গ্রামের নুর মিয়ার স্ত্রী আলপনা বেগম (৩২) ও একই গ্রামের কামাল মিয়ার স্ত্রী দিনারা বেগম (২৭)।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম জানান, হাসপাতালে আগত রোগীদের কাছ থেকে বিভিন্ন কৌশলে মোবাইল টাকা পয়সা ও চেইনসহ বিভিন্ন আসবাবপত্র ছিনিয়ে নিতো একটি নারী ছিনতাইকারী চক্র। যাদের অধিকাংশদের বাড়ি ধরমন্ডল গ্রামে। এমনিভাবে দুপুরে হাসপাতালে এক নারীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা করে তারা। এসময় উপস্থিত জনতা তাদেরকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।