এমসি কলেজে ছাত্রলীগের কর্মিসভায় নাদেল
আদর্শিক ছাত্রনেতাকে নির্বাচিত করলে ছাত্রলীগ পথ হারাবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৩, ৯:১১:৫৩ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, আদর্শিক ছাত্রনেতাকে নির্বাচিত করলে ছাত্রলীগ কখনো পথ হারাবে না। বাংলাদেশ ছাত্রলীগকে অনেকবার চেষ্টা করেও ক্ষতিগ্রস্ত করা যায়নি। যারা ছাত্রছাত্রীদের অধিকার আদায়ে কাজ করে, তাদেরই ছাত্রলীগের নেতৃত্ব দেয়া হয়। ছাত্রলীগ সাধারণ ছাত্রছাত্রীর অধিকার আদায়ে সবসময় কাজ করে। এই এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজ থেকেই জেলা পর্যায়ে ছাত্র রাজনীতি করে আজ জাতীয় পর্যায়ে রাজনীতি করার সুযোগ পেয়েছি। এই এমসি কলেজ ও সরকারি কলেজের ছাত্র রাজনীতির ইতিহাস পুরনো। এখান থেকেই রাজনীতি করে অনেকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন।
গতকাল সোমবার দুপুরে এমসি কলেজ অডিটোরিয়ামে সিলেট মহানগর ছাত্রলীগ আয়োজিত এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ।
শফিউল আলম চৌধুরী নাদেল আরও বলেন, দেশে এখনো অনেক নিরক্ষর লোক রয়েছেন। তারা সরকারের উন্নয়নের খবর জানতে পারছেন না। নিরক্ষরতা দূরীকরণে ছাত্রলীগকে কাজ করতে হবে। ছাত্রলীগ সবসময় এদেশের ছাত্র ও জনসাধারণের কল্যাণে কাজ করে।
বাংলাদেশকে শ্রীলঙ্কার সাথে তুলনার প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আপনারা অপরাজনীতি করতে গিয়ে দেশকে ডুবাবেন না। আপানারা সবসময়ই চান দেশ শ্রীলঙ্কা হোক। কিন্তু, আওয়ামী লীগের অধীনে বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না।
বিএনপির ঈদের পরের আন্দোলন প্রসঙ্গে তিনি আরও বলেন, রোজার পরে, ঈদের পরে, শীতের পরে আন্দোলন হবে বলে আর হয় না। বিএনপি এভাবে পরে পরে বলে পথ হারিয়েছে।
সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: নাঈম আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, মহানগর আওয়ামী লীগের সদস্য মুক্তার খান ও জুমাদীন আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্থ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ।
কর্মিসভা শেষে এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা নেয়া হয়।