আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দি¦তার ঘোষণা দিলেন ড. জয়া সেনগুপ্তা এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৩, ৫:১০:৪৭ অপরাহ্ন

দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা : দিরাইয়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দি¦তা করার ঘোষণা দিয়েছেন ড. জয়া সেনগুপ্তা এমপি।
গতকাল মঙ্গলবার দুপুরে দিরাই উপজেলা সদরের নিজ বাসায় গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময়কালে জয়া সেনগুপ্তা বলেন, দিরাই-শাল্লার নৌকার বিজয় ধরে রাখতে নির্বাচনী মাঠে আছি-থাকবো। প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা নিয়ে দীর্ঘ ৫০ বছর এ আসনটি ধরে রেখেছেন। যার ফলশ্রুতিতে আমিও দুইবার মহান সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। দিরাই-শাল্লায় তৃণমূল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছে।
দলে একাধিক দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রসঙ্গে তিনি বলেন, দলীয় মনোনয়ন প্রত্যাশা করা দলের গঠনতন্ত্রের পরিপন্থি নয়। দলীয় মনোনয়ন ব্যাপারে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানাবো। তবে, আওয়ামী লীগের এ আসনটি কোন ভাবেই বিএনপি- জামায়াতের দখলে যেতে দেয়া যাবে না। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রতিদ্বন্দি¦তা করবো এবং ভোটের মাধ্যমে সকল অপশক্তিকে প্রতিহত করা হবে।
মতবিনিময়কালে দিরাই’র গণমাধ্যম কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন দিরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লা, পৌর মেয়র বিশ্বজিত রায় প্রমুখ।
উল্লেখ্য, বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা ছাড়াও দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য পদে আরো অর্ধ ডজন নেতা দলীয় মনোনয়নের জন্য চেষ্টা করছেন। তারা অনেক দিন ধরে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন স্তরে যোগাযোগ করছেন। এমনকি তারা এলাকায় বিভিন্ন সভা-সমাবেশে নেতাকর্মীদের সাথে দেখা করে দলীয় প্রধানের সবুজ সংকেত পেয়ে মাঠে কাজ করছেন বলে বক্তব্য রাখেন।