নগরী থেকে চকলেটের প্রলোভন দেখিয়ে ছিনতাইকৃত শিশু ফেঞ্চুগঞ্জ থেকে উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৩, ৫:৩২:৪৮ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট মহানগরী থেকে চকলেটের প্রলোভন দেখিয়ে ছিনতাইকৃত শিশুকে ফেঞ্চুগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চকলেটের প্রলোভন দেখিয়ে সিলেট নগরীর জামিয়া ইসলামিয়া হুসাইন মিরবক্সটুলা মাদ্রাসার ৭ বছর বয়সি এক ছাত্রকে ছিনতাই করে একটি চক্র। শিশুটিকে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার সময় সিলেট-মৌলভীবাজার সড়কের ফেঞ্চুগঞ্জের কটালপুর মোস্তফা বাঁধ এলাকায় ট্রাফিক পুলিশকে দেখে ছিনতাইকারী চক্রের সদস্য ওই শিশুকে সাইকেল থেকে নামিয়ে সঁটকে পড়ে। এ সময় শিশুটি কান্না করতে থাকে। সড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আনোয়ার হোসেন শিশুটিকে কান্না করার কারণ জানতে চান। এ সময় শিশুটি বিস্তারিত পুলিশকে জানালে শিশুটিকে ফেঞ্চুগঞ্জ থানায় নিয়ে আসা হয়। শিশুটি তার বাবার নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারেনি।
পরে স্থানীয় সমাজকর্মী তোফায়েল আহমদ ইমন তার নিজ ফেসবুক আইডিতে শিশুটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি লাইভ ভিডিও করলে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে থাকা থানা পুলিশের নাম্বারে যোগাযোগ করেন ওই শিশুর বাবা।
ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম জুয়েল বলেন, শিশুটির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বালিআউড়া গ্রামে। শিশুটি সিলেটের একটি মাদ্রাসায় লেখাপড়া করে। তার বাবা জন্মনিবন্ধন সনদ নিয়ে আসেন এবং শিশুটি বাবাকে সনাক্ত করে।
শিশুটির বাবা বলেন, আমার ছেলে সিলেটের ইসলামিয়া হুসাইন মিরবক্সটুলা মাদ্রাসায় হাফিজি পড়ছে। তোফায়েল আহমদ ইমন নামে একজনের ফেসবুকে পোস্ট দেখে ওই ভিডিওতে থাকা নাম্বারে যোগাযোগ করে আমরা থানায় এসেছি। থানা পুলিশের সহযোগিতায় ছেলেকে ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন শিশুর পিতা।