মৌসুমি ঝড়-বৃষ্টিতে সিলেটে বিদ্যুৎ বিভ্রাট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৩, ১১:১১:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌসুমি ঝড়-বৃষ্টিতে সিলেটে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে আকাশে কাল বৈশাখির গর্জন ও ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় সিলেট মহানগরীসহ বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেক স্থানে গাছপালা উপড়ে পড়ে ও বিদ্যুতের লাইন ছিঁড়ে যায়।
গতকাল সন্ধ্যার পর নগরীর কিছু এলাকায় বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়। ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেন একটু বাতাস কিংবা বৃষ্টি হলেই বিদ্যুৎ বিভাগ সংযোগ বন্ধ করে দেয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বিদ্যুৎ সংযোগ পাওয়া যায় না। আবার সংযোগ দিলেও কিছুক্ষণ পর পর ফের বিচ্ছিন্ন করে দেয়া হয়। শহরের চেয়ে গ্রামে এ সংকট প্রকট বলেও জানান লোকজন। গতকাল সন্ধ্যার পর থেকে ঘন ঘন বিদ্যুৎ যাওয়া আসার কারণে শহরের বাসা বাড়িতে ভুগান্তিতে পড়েন গ্রাহকরা। শহরতলীর গ্রামগুলো বিদ্যুৎবিহীন অবস্থায় ভুঁতুড়ে এলাকায় পরিণত হয়।
বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম জানান, ঝড়-বৃষ্টি থামার সাথে সাথেই বিদ্যুৎ বিভাগের লোকজন মাঠে নেমেছেন। রাত ৯টার মধ্যে বিতরণ বিভাগ-১ এর অধিকাংশ এলাকাতেই বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে দাবি করেন তিনি। শুধুমাত্র বিমানবন্দর ফিডার বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাতে ওই ফিডারে বিদ্যুৎ সঞ্চালন দেয়া যায়নি।
এদিকে, বিউবো সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, ঝড় বৃষ্টির কারণে অনেক স্থানে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় গাছপালা পড়ে যাওয়ায় এবং খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে, আজ বুধবার সকালের মধ্যেই বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে জানান তিনি।