সিসিক নির্বাচন
সিলেটে মেয়র পদে আরো ১ জনের মনোনয়নপত্র সংগ্রহ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৩, ১২:১১:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আরও একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ পর্যন্ত মেয়র পদে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৮ জন। আর কাউন্সিলর পদে মোট ৪১৮ জন মহিলা ও পুরুষ মনোনয়নপত্র কিনেছেন। আগামী ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান, মঙ্গলবার (১৬ মে) বিকাল ৪টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে মোট ৪২৬ জন মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে মেয়র পদে ৮ ও কাউন্সিলর পদে ৪১৮ জন। এ পর্যন্ত মেয়র পদে মনোনয়ন কেনা ৮ জনের মধ্যে দলীয় প্রতীকের প্রার্থী হলেন- মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল) ও হাফিজ মাওলানা মাহমুদুুল হাসান (হাতপাখা)। আর স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান, সামছুন নুর তালুকদার, মো. ছালাহ উদ্দিন রিমন ও মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী কিনেছেন মনোনয়নপত্র।
কাউন্সিলর পদে ৪১৮ জনের মধ্যে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে (মহিলা কাউন্সিলর) ৮৯ জন এবং ৪২টি সাধারণ ওয়ার্ডে ৩২৯ জন মনোনয়ন ফরম কিনেছেন।
সৈয়দ কামাল হোসেন আরও জানান, এখন পর্যন্ত সংরক্ষিত (মহিলা কাউন্সিলর)-এর মধ্যে ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ৫ জন, ৩নং ওয়ার্ডে ৭ জন, ৪নং ওয়ার্ডে ৮ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭ নং ওয়ার্ডে ৪ জন, ৮নং ওয়ার্ডে ৫ জন, ৯ নং ওয়ার্ডে ৬ জন, ১০নং ওয়ার্ডে ৯ জন, ১১নং ওয়ার্ডে ৯ জন, ১২নং ওয়ার্ডে ৯ জন, ১৩নং ওয়ার্ডে ১৩ জন ও ১৪নং ওয়ার্ডে ৫ জন কিনেছেন মনোনয়ন ফরম।
আর সাধারণ ওয়ার্ডের মধ্যে এখন পর্যন্ত ১নং ওয়ার্ডে ৪ জন, ২ নং ওয়ার্ডে ৩২ জন, ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ৪ জন, ৫নং ওয়ার্ডে ৬ জন, ৬নং ওয়ার্ডে ৫ জন, ৭নং ওয়ার্ডে ৪ জন, ৮নং ওয়ার্ডে ১১ জন, ৯নং ওয়ার্ডে ৬ জন, ১০নং ওয়ার্ডে ৬ জন, ১১নং ওয়ার্ডে ৬ জন, ১২নং ওয়ার্ডে ৩ জন ও ১৩নং ওয়ার্ডে ৮ জন, ১৪নং ওয়ার্ডে ২ জন, ১৫নং ওয়ার্ডে ৭ জন, ১৬ নং ওয়ার্ডে ৫ জন, ১৭নং ওয়ার্ডে ৩ জন, ১৮নং ওয়ার্ডে ১০ জন, ১৯ নং ওয়ার্ডে ৪ জন, ২০ নং ওয়ার্ডে ৪ জন, ২১নং ওয়ার্ডে ৪ জন, ২২নং ওয়ার্ডে ১০ জন, ২৩নং ওয়ার্ডে ৩ জন, ২৪নং ওয়ার্ডে ৮ জন, ২৫নং ওয়ার্ডে ৫ জন, ২৬ নং ওয়ার্ডে ৪ জন, ২৭নং ওয়ার্ডে ৯ জন, ২৮নং ওয়ার্ডে ৯ জন, ২৯নং ওয়ার্ডে ১৬ জন, ৩০নং ওয়ার্ডে ২০ জন, ৩১নং ওয়ার্ডে ৯ জন, ৩২নং ওয়ার্ডে ১১ জন, ৩৩নং ওয়ার্ডে ১৭ জন, ৩৪নং ওয়ার্ডে ১৮ জন, ৩৫নং ওয়ার্ডে ৪ জন, ৩৬নং ওয়ার্ডে ৯৮ জন, ৩৭নং ওয়ার্ডে ১৫ জন, ৩৮নং ওয়ার্ডে ১০ জন, ৩৯নং ওয়ার্ডে ৯ জন, ৪০নং ওয়ার্ডে ১০ জন, ৪১নং ওয়ার্ডে ১২ জন এবং ৪২নং ওয়ার্ডে ১২ জন কিনেছেন মনোনয়নপত্র।
উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।