কুলাউড়ায় বজ্রাঘাতে চা শ্রমিক নিহত ও এক কিশোর আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৩, ১২:০৫:৫৩ অপরাহ্ন
কুলাউড়া অফিস : কুলাউড়ায় পৃথক বজ্রপাতে এক চা শ্রমিক নিহত ও এক কিশোর আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ও আগেরদিন মঙ্গলবার বিকেলে উপজেলার টিলাগাঁও ও ভাটেরা ইউনিয়নে ঘটনা দুটি ঘটে। টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক জানান, ইউনিয়নের লংলা চা বাগানের মৃত মদন কানুর ছেলে মতি কানু (৪০) বুধবার সকালে বাগানের লেইক (পানিকুচি) এলাকায় গরুর ঘাস কাটতে যান। এ সময় বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলে মারা যান।
অপরদিকে ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান একেএম নজরুল ইসলাম জানান, ইউনিয়নের দক্ষিণভাগ এলাকায় মঙ্গলবার বিকেলে সিপন মিয়ার ছেলে ইমন (১৫) বজ্রাঘাতে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে প্রেরণ করা হয়।