হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজি বাইক চালকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৩, ১২:১৯:৩৩ অপরাহ্ন

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার মানিকে আব্দা গ্রামে ইজি বাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুলাল সরকার (২৬) নামে এক তরুণ চালকের। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। মৃত দুলাল সরকার ওই গ্রামের যোগিন্দ্র সরকারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল সরকার পেশায় একজন ইজি বাইক চালক। প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার সকালে গ্যারেজে তার ইজি বাইকটি চার্জ দিতে যান। এসময় অসাবধানতাবশতঃ তিনি বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন দুলাল সরকার। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।