২৪ ঘণ্টা পার হলেও মাসুকগঞ্জ ফিডারের বিদ্যুৎ না থাকায় জনদুর্ভোগ চরমে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৩, ১২:২০:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌসুমি ঝড়-বৃষ্টির কারণে টানা ২৪ ঘণ্টা পার হলেও বিদ্যুৎ সঞ্চালন হয়নি বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর মাসুকগঞ্জ ফিডারের আওতাধীন এলাকায়। এতে প্রায় ৪-৫ হাজার গ্রাহক চরম দুর্ভোগের মুখে পড়েছেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে আকাশে কাল বৈশাখীর গর্জন ও ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় সিলেট মহানগরীসহ বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেক স্থানে গাছপালা উপড়ে পড়ে ও বিদ্যুতের লাইন ছিঁড়ে যায়। তবে, সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মাসুকগঞ্জ ফিডার এলাকা। ফলে, মাসুকগঞ্জ বাজারসহ আশপাশের ১০-১২টি গ্রামে হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ না থাকায় লোকজন বিপাকে পড়েন। শহরতলীর ওইসব গ্রাম বিদ্যুৎবিহীন অবস্থায় ভুঁতুড়ে এলাকায় পরিণত হয়। অন্ধকারের মাঝে এলাকাবাসী চুরি-ডাকাতির আশংকায় নির্ঘুম রাত কাটাচ্ছেন। বিউবো সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, ঝড় বৃষ্টির কারণে অনেক স্থানে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলেও পূনরায় সংযোগ দেয়া হয়েছে। তবে, মাসুকগঞ্জ ফিডারে ক্ষয়ক্ষতি বেশী হওয়ায় গতকাল বুধবার বিদ্যুৎ সংযোগ দেয়া যায়নি। গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।
এ ব্যাপারে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার জানান, ঝড়-বৃষ্টি থামার সাথে সাথেই বিদ্যুৎ বিভাগের লোকজন মাঠে নেমেছেন। মাসুকগঞ্জ ফিডার এলাকায় প্রায় অর্ধশত গাছ ও ডালপালা উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। গতকাল বুধবার সারাদিন কাজ করেও তা শেষ হয়নি। আজ বৃহস্পতিবার সকালের মধ্যেই ওই এলাকার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, ওই এলাকার ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেন একটু বাতাস কিংবা বৃষ্টি হলেই বিদ্যুৎ বিভাগ সংযোগ বন্ধ করে দেয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বিদ্যুৎ সংযোগ পাওয়া যায় না। আবার সংযোগ দিলেও কিছুক্ষণ পর পর ফের বিচ্ছিন্ন করে দেয়া হয়।