পাত্র সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার ……….দেবজিৎ সিংহ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৩, ১২:২৪:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বলেছেন, পাত্র সম্প্রদায়সহ নৃ-তাত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তাদের বয়স্কভাতা, বিধবা ভাতা ও মাতৃত্বকালীন ভাতাসহ সরকারের সকল সুযোগ-সুবিধার আওতায় আনা হয়েছে। পাশাপাশি পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ পাসকপও প্রতিষ্ঠালঘœ থেকে অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তুলছেন, যা একটি মহতি উদ্যোগে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, নৃ-তাত্বিক জনগোষ্ঠীকে শিক্ষায় অগ্রসর হতে হবে। কারণ শিক্ষায় অগ্রসর না হলে সকল ক্ষেত্রে পিছিয়ে থাকতে হবে। সিলেটে খাসিয়া সম্প্রদায়ের মানুষ এখনো সকল ক্ষেত্রে পিছিয়ে থাকার কারণ হচ্ছে তাদের শিক্ষা নেই। অন্যদিকে মণিপুরীরা শিক্ষার কারণে এখন অনেকদূর অগ্রসর হয়ে গেছে। তাই শিক্ষার কোন বিকল্প নেই।
তিনি গতকাল পাসকপ এর উদ্যোগে এবং দাতা সংস্থা মিজারিওর/কেজেডই এর সহায়তায় মিরাবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে প্রকল্প সমাপনী ও ত্রি-বার্ষিক প্রতিবেদন সহযোগিতা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) এর নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্র এর সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী লাবনী স্বার্তীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাহিত্যিক এ কে শেরাম, ব্লাস্ট সিলেট ইউনিটের সমন্বয়কারী এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, সাংবাদিক সংগ্রাম সিংহ, আইডিয়ার সমন্বয়কারী সুষমা ভট্টাচার্য্য, এডাব’র সমন্বয়কারী বাবুল আক্তার, কারিতাস’র প্রকল্প কর্মকর্তা মনসুর হেলাল প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পাসকপ এর প্রতিবেদন প্রকাশনা বই এর মোড়ক উন্মোচন করেন।