দিরাইয়ে সরকারী ধান সংগ্রহের উদ্বোধন করলেন জয়া সেনগুপ্তা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৩, ১২:৩০:৫২ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে চলতি মৌসুমে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলা সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৩ এর উদ্বোধন করেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে এতে দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, আওয়ামী লীগ নেতা সিরাজ উদ দৌলা তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, এবার উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে মোট ২৪৬৯ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান ক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে, বিকেলে ড. জয়া সেনগুপ্তা এমপি দিরাই পৌর সদরে নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও রাজানগর ইউনিয়নে নির্মাণাধীন শেখ হাসিনা মৎস্য মঙ্গল নির্মাণ কাজের অগ্রগতি দেখতে প্রকল্প এলাকা পরিদর্শন করেন।