পররাষ্ট্রমন্ত্রীর শোক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৩, ১২:৩১:২৮ অপরাহ্ন

ডাক ডেস্ক ॥ বরেণ্য আলেম, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (র.) মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।