সাহায্যের আবেদন
লিভার সিরোসিসে আক্রান্ত শহীদুলকে বাঁচাতে ৪২ লাখ টাকার প্রয়োজন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৩, ৪:৪৭:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ লিভার সিরোসিস রোগে আক্রান্ত রাজমিস্ত্রী মো. শহীদুল আলম (৪২)। তিনি সমাজের দানশীল ব্যক্তি ও প্রবাসীদের সাহায্য সহযোগিতায় সুস্থ হয়ে বাঁচতে চান। পুরোপুরি সুস্থ হতে প্রায় ৪২ লাখ টাকা প্রয়োজন শহীদুলের।
সুনামগঞ্জ সদরের ফকিরনগর এলাকার মৃত মো. সাদেক আলীর পুত্র শহীদুল আলম । বর্তমানে তিনি সিলেট নগরীর সুবিদবাজারস্থ মোগলিটুলায় ভাড়া বাসায় বাস করছেন।
রাজমিস্ত্রী শহীদুল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্ত্রী, এক মেয়ে ও দু’ পুত্র নিয়ে তার সংসার। মেয়ের বয়স ১৬ বছর, বড় ছেলের বয়স ১২, কনিষ্ঠ ছেলের বয়স ৬ বছর। স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি একটি ভাড়াটিয়া বাসায় মানবেতর জীবনযাপন করছেন। অসুস্থ শহীদুলের প্রতি মাসে ওষুধ বাবদ খরচ লাগে প্রায় ১২ হাজার টাকা। স্ত্রী সেলাই এর কাজ করে পান ৭ থেকে ১০ হাজার টাকা। ফলে সংসারের খরচ ও স্বামীর ওষুধ দুটোতেই টানাটানি থাকে প্রতি মাসে।
রাজমিস্ত্রী শহিদুল আলম দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছেন। দিন দিন তার অবস্থা আরো খারাপ হচ্ছে। বর্তমান তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের লিভার বিশেষজ্ঞ ডা. মো. ইব্রাহিম খলিল এর তত্ত্বাবধানে বাসায় চিকিৎসাধীন আছেন।
বিশেষজ্ঞ চিকিৎসকরা শহীদুলকে উন্নত চিকিৎসার জন্য ভারতে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসার মাধ্যমে লিভার পরিবর্তন করে তাকে পুরোপুরি সুস্থ করতে প্রায় ৪২ লাখ টাকা প্রয়োজন। এত টাকা যোগাড় করা তার দরিদ্র পরিবারের পক্ষে অসম্ভব।
তার স্ত্রী ঝর্ণা বেগম ঘরে বসে সামান্য সেলাই এর কাজ করে সংসার চালানোয় দায় হয়ে পড়েছে। তার উপর শহীদুলের ওষুধের টাকা যোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। প্রায় দিনই টাকার অভাবে শহীদুলের ওষুধ খাওয়া হয় না।
ঝর্ণা বেগম সিলেটের ডাক এর এই প্রতিবেদককে জানান, টাকার অভাবে মেয়ে এসএসসি পাস করলেও কলেজে আর ছেলেকে পঞ্চম শ্রেণিতে ভর্তি করাতে পারেননি। তিনি আরো বলেন, ঠিকমতো খাবারের টাকাও যোগাড় হয় না। সেখানে স্কুল কলেজে ভর্তি করবো, লেখাপড়া শিখাবো কিভাবে বলে কান্নায় ভেঙে পড়েন।
তিনি আরো বলেন, শহীদুলের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। লিভারের যন্ত্রণায় ছটফট করছে। পেট ফুলে যায়, রাতে ঘুম নেই। ওষুধ কিনবো সে টাকাও তার কাছে নেই। সময়মতো ওষুধ না খাওয়াতে তার অবস্থা করুণ হচ্ছে। ঝর্ণা বেগম স্বামীকে বাঁচাতে দেশ-বিদেশে অবস্থানরত সমাজের বিত্তবানদের সাহায্য সহযোগিতার অনুরোধ জানান।
রাজমিস্ত্রী শহীদুল আলমের চিকিৎসার জন্য সহৃদয়বান ও দানশীল ব্যক্তিদের আর্থিক সাহায্যের জন্য স্ত্রীর বিকাশ নম্বর- ০১৭২২-৩৬৬১৯৬ অথবা শহীদুল আলমের ব্যাংক একাউন্ট- সোনালী ব্যাংক লিমিটেড দরগাহ গেইট কর্পোরেট শাখা সিলেট, হিসাব নং ৫৬১০১০১০২৫০৬১ পাঠাতে আকুল আবেদন জানিয়েছেন তার স্ত্রী ঝর্ণা বেগম।