মাধবপুরে মুয়াজ্জিন ইরফান আলী হত্যা
অনেক আসামী এখনো অধরা ন্যায় বিচার নিয়ে নিহতের পরিবারের শঙ্কা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৩, ৪:৫১:৫৩ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : মাধবপুরের রসুলপুর গ্রামে চাঞ্চল্যকর মুয়াজ্জিন ইরফান আলী হত্যা মামলার চিহ্নিত আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। খুনের ৩০ দিন পেরিয়ে গেলেও আসামীরা গ্রেফতার না হওয়ায় ন্যায় বিচার নিয়ে শঙ্কিত নিহতের পরিবার। আসামীরা মামলার বাদিকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ঈদের দিন রসুলপুর গ্রামের একদল বখাটে যুবক উচ্চস্বরে সাউন্ডবক্সে গান বাজায়। এ সময় মুয়াজ্জিন ইরফান আলী সাউন্ড কমানোর কথা বললে আসামীরা তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ছেলে বায়েজিদ মিয়া লিটন ২৮ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। বায়েজিদ মিয়া লিটন বলেন, ‘বখাটে দলের অপকর্মে বাধা দিতে গিয়ে নির্মমভাবে তার পিতার প্রাণ দিতে হয়েছে। পিতাকে আর কোন দিন ফিরে পাবনা। অন্তত পিতা হত্যার বিচার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
মামলার এজাহারভুক্ত আসামীদের মধ্যে জামাল, জসিম, ইদ্রিস ও কতুবসহ অনেক আসামী এখনও ধরাছোঁয়ার বাইরে। এ কারণে প্রশাসনের ভূমিকা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ঘটনার দিন হত্যা মামলার ৪ জন এবং কিশোরগঞ্জ জেলা থেকে ২ জনসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।