দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষ দিশেহারা —–অধ্যাপক আব্দুস সাত্তার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৩, ৪:৫৭:০৯ অপরাহ্ন
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার বলেছেন, বর্তমানে দেশের মানুষ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি দিন দিন বেকারত্ব বেড়েই চলেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজাস্থ নজরুল একাডেমী হলরুমে “নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাও, সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ কর, গ্রাম শহরে শ্রমজীবীদের স্বল্প মূল্যে রেশন দাও, ফ্যাসিবাদী দুঃশাসন হঠাও” এই দাবিতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলা শাখার উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার সম্পাদক সিরাজ আহমদের সভাপতিত্বে ও সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ডা. হরিধন দাসের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষক ক্ষেত মজুর সমিতির সিলেট জেলা সভাপতি অধ্যাপক রহমত উল্লাহ, বাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি মো. শাহাব উদ্দিন আহমেদ, শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিলেট জেলা সভাপতি মখলিছুর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সদস্য শ্রমিকনেতা জসিম উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বজিত শর্মা, জাকির আহমদ, শাহেদ আহমদ, কানু গোয়ালা, রিপন আহমদ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও শিক্ষক প্রজেনজিত চৌধুরী, আব্দুস সোবহান প্রমুখ। বিজ্ঞপ্তি