দক্ষিণ সুরমায় মাদক কারবারী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৩, ৪:৫৮:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটক সমুজ আলী (৪৫) দক্ষিণ সুরমা উপজেলার হিলু রাজীবাড়ী এলাকার মৃত হাজী তবারক আলীর ছেলে।
গতকাল শুক্রবার সিলেট মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ মে সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারস্থ পিংকি ভ্যারাইটিজ স্টোর নামীয় দোকান থেকে সমুজ আলীকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া না গেলেও তার দোকানের ক্যাশবক্সের নিচে থেকে ২০ লিটার দেশিয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক সৈয়দ শাফী মাহমুদ রাসেল।