মাধবপুরে অপহƒতা ছাত্রী জাফলং থেকে উদ্ধার গ্রেফতার ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৩, ৫:০৮:৪৮ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : মাধবপুরে অপহরণের শিকার আন্দিউড়া উম্মেতুন্নেছা হাইস্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে সিলেটের জাফলং থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী নাজমুস সাকিবকে আটক করা হয় ।
গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে মাধবপুর থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জাফলং থেকে অপহরণকারীকে আটক ও অপহƒতা স্কুল ছাত্রীকে উদ্ধার করেন।
জানা যায়, ওই স্কুল ছাত্রী ১৪ মে স্কুলে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে গ্রেফতার নাজমুস সাকিব ও তার সহযোগীরা জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এ ঘটনায় ওই ছাত্রীর মা ১৬ মে মাধবপুর থানায় নাজমুস সাকিবসহ ৫ জনকে আসামি করে একটি অপহরণ মামলা করেন।
এসআই হুমায়ুন কবির জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারী সাকিবের অবস্থান নিশ্চিত হয়ে তিনি জৈন্তাপুর থানা পুলিশের সহায়তায় অপহরণকারীকে আটক ও অপহরণের শিকার ছাত্রীকে উদ্ধার করেন।