মধ্যনগরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৩, ৫:০৯:৩৩ অপরাহ্ন
ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগরে প্রভাত সরকার (৬৭) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সদর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত দীরেশ সরকারের ছেলে।
গতকাল শুক্রবার সকালে হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো প্রভাত সরকার তার নিজ বসতঘরে ঘুমাতে যান এবং ভোরে নিহতের স্ত্রী রমা রানী স্বামী প্রভাত সরকারকে বিছানায় না দেখতে পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। পরে বাড়ির সম্মুখে ছোটভাই সুখময় সরকারের (কাচা মনি) একটি টিনের চালের পাকা ঘরের বারান্দায় বর্গার সঙ্গে রশিতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ দেখতে পান। নিহত বৃদ্ধ প্রভাত সরকার ছাতক সিমেন্ট কারখানার সাবেক কর্মী ছিলেন। প্রায় ৩ বছর পূর্বে স্ট্রোক করার পরে থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি।
মধ্যনগর থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেব।’