শান্তিগঞ্জের পাগলায় দুর্র্ধর্ষ চুরি স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৩, ৫:১৪:৫৮ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে আবারও ঘটেছে দুর্র্ধর্ষ চুরির ঘটনা। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ইউনিয়নের ব্রাহ্মণগাঁওয়ের বড়বাড়ি গ্রামের মৃত ফয়জুর রহমানের বসতঘরে দুর্র্ধর্ষ চুরির এ ঘটনাটি ঘটে। চোরেরা সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা ও প্রয়োজনীয় অনেক কাগজপত্রাদি নিয়ে যায়। চুরি যাওয়া জিনিসপত্রের মূল্য প্রায় ১০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মৃত ফয়জুর রহমানের স্ত্রী আমিনা বেগম তমা। খবর পেয়ে গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী। পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দারও ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় ও
ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, ব্রাহ্মণগাঁও বড়বাড়ি গ্রামের মৃত ফয়জুর রহমানের স্ত্রী আমিনা বেগম তমার বোন অসুস্থ থাকায় তিনি তার সাথে সিলেটে অবস্থান করছিলেন। বাড়িতে কোনো লোকজন না থাকায় রাতের আঁধারে ঘরের মূল দরজার (লোহার গ্রিল) তালা ভেঙে ঘরে প্রবেশ করে চোর। প্রতিকক্ষে আলাদা আলাদা তালা ভেঙে তিনটি ঘর তছনছ করে চোরেরা। এসময় শয়নকক্ষের আলমিরার সিন্দুক ও ড্রয়ার ভেঙে সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২লক্ষ ২০ হাজার টাকা ও প্রয়োজনীয় অনেক কাগজ পত্রাদি লুট করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন ভুক্তভোগী আমিনা বেগম তমা। তিনি জানান, সিলেট থেকে এসে বাবার বাড়িতে উঠেছিলেন। কিন্তু রাতেই চোরেরা সব নিয়ে গেলো। তিনি বলেন, তার স্বামী ফয়জুর রহমান ২০১৮ সালে সৌদি আরবের রিয়াদ শহরে মৃত্যুবরণ করেছিলেন। ছোট ছোট দু’জন পুত্র সন্তান আছে। দুঃখ-কষ্টে জীবন কাটছে। সব কিছু নিয়ে গেলো চোরেরা।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, চুরি হওয়ার খবর পেয়ে সাথে সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানসহ অনেকের সাথে কথা বলছি। আমাদের টিম কাজ করছে। অচিরেই চোরচক্র ধরা পড়বে। উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন, চন্দপুর কোনারবাড়ি, নিদনপুর ও ব্রাহ্মণগাঁওয়ের বড়বাড়িতে প্রায় ১০/১১টি চুরি হওয়ার ঘটনা ঘটেছে।