মৌলভীবাজারে ভিক্ষুকদের মধ্যে রিক্সা বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৩, ৫:১৭:০৮ অপরাহ্ন

মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা: ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজারে ভিক্ষুকদের মধ্যে রিক্সা বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিসের উদ্যোগে সার্কিট হাউজের সামনে ভিক্ষুকের কাছে রিক্সা হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মী বিনতে সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান।