আর্থিক সংকটে পোষ্টার ছাপাতে পারছেন না জাপা প্রার্থী আতাউর!
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৩, ৫:১৭:৫০ অপরাহ্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জাতীয় ও স্থানীয় নির্বাচন মিলিয়ে একে একে দশম বারের মতো নির্বাচনে অংশ গ্রহণ করেছেন আতাউর রহমান আলতাব। গত নয়টি নির্বাচনে পাননি জয়ের দেখা আর এবারের নির্বাচনে প্রচারণা শেষ হওয়ার আর চারদিন বাকি এখনো নামেননি প্রচারণায়। নির্বাচনী মাঠে নেই পোষ্টার, লিফলেট কিংবা ব্যানার। নির্বাচন পাগলা হিসেবে পরিচিত আতাউর রহমান আলতাব এবার জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করছেন। তার কর্মকান্ডে খোদ নেতাকর্মীরা হতাশ।
গত ২৬ ডিসেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন মৃত্যু বরণ করলে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন উপজেলা জাতীয় পার্টি নেতা আতাউর রহমান। কিন্তু প্রার্থীদের মনোনয়ন পত্র যাছাই বাছাইকালে মনোনয়নের সাথে সংযুক্ত কাগজপত্রে ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল করা হয়। পরে আপিলে মনোনয়ন বৈধ হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মীরপুর ইউনিয়নে হাসান ফাতেমাপুর গ্রামের বাসিন্দা আতাউর রহমান আলতাব এলাকায় একজন সালিসি ব্যক্তি হিসেবে পরিচিত। নির্বাচন আসলেই তিনি প্রার্থী হন।