মৌলভীবাজারে বিএনপির জনসমাবেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৩, ৫:০৯:৩৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : কেন্দ্রীয় ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে জনসমাবেশ হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন, সাংগঠনিক সম্পাদক বকশি মিছবাহুর রহমান, ফখরুল ইসলাম, মহসিন মিয়া মধু, যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সুহান প্রমুখ। এছাড়াও জনসমাবেশে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসে যোগদান করেন।